বর্ণাঢ্য আয়োজনে জাবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

জাবি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার ‘ভাবি সমান, হই চৌকস, বদলাই নতুনে’ শ্লোগানে দিনব্যাপী কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম।

আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘নারীর ক্ষমতায়ন ও অগ্রযাত্রায় নারী ও পুরুষ উভয়কেই একযোগে কাজ করতে হবে। নারী ও পুরুষ পরস্পরের সঙ্গী। কেউ কারো থেকে বিচ্ছিন্ন নয় এবং বিচ্ছিন্ন থাকতে পারেন না। সে জন্য পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার সাথে এগিয়ে যাওয়া জরুরী।’
শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারি এবং জাবি স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এরপর বেলা এগারোটায় জহির রায়হান মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। এছাড়া প্রতœতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ আলোচনায় অংশ গ্রহণ করেন।

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবসের দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জাবি প্রতিনিধি মো. ফারুক হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.