বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপি’র আয়োজনে “পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন” উপলক্ষে নানা অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
১৪ এপ্রিল (পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২খিঃ) উদযাপন উপলক্ষ্যে বেলকুচি পৌর এলাকার শেরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ হতে “নববর্ষ আনন্দ শোভাযাত্রা” শুরু হয়ে বেলকুচি মডেল ডিগ্রি কলেজে গিয়ে শেষ হয় এবং সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী একত্রে পান্তা ভাত পরিবেশেন করা হয়।
আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম, এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপির সদস্য গোলাম আযম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমীন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মানোয়ার চৌধুরী বাবু, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন আকন্দ, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি কেরামত আলী তালুকদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বণিক সমিতির সাবেক সাধারন সম্পাদক হেলাল উদ্দিন প্রামাণিক, সাবেক সাধারন সম্পাদক ভিপি মোকলেছুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার, সদস্য ও সাবেক কাউন্সিলর আলম প্রামাণিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম, যুগ্ম আহ্বায়ক বিপ্লব সরকার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর আলম, সদস্য সচিব খায়রুল ইসলাম আইয়ুব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফ্লোরা ইকবালসহ বিভিন্ন অঙ্গ ও সহোযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.