বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে তারুণ্যের উৎসব আয়োজনের নিমিত্তে সেচের পানি অপর্যাপ্ততা এলাকায় শস্য বিন্যাসের মাধ্যমে ও অডউ পদ্ধতিতে সেচ প্রদান করে পানি সাশ্রয় উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গোদাগাড়ী জোন-১ এর আয়োজনে সরমংলা ইকো পার্কে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ তরিকুল আলম।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা যারা সামনে বসে আছেন আগামী দিনের কৃষিতে হাল ধরতে হবে, শুধু কৃষিতে না দেশ গড়ার কাজও আপনাদেরকে এগিয়ে আসতে হবে। বরেন্দ্র অঞ্চল এক সময় মরুভূমি ছিলো। কিন্তু এখন এক ফসল এর জায়গায় তিন ফসল হচ্ছে এমন কি কোথাও কোথাও চার ফসল ও হচ্ছে এটা সম্ভব হয়েছে বিএমডিএ‘র সেচের কারনে। বিএমডিএ যে ভাবে এই অঞ্চলের মানুষের জন্য কাজ করে যাচ্ছে সেই জন্য এত পরিবর্তন সম্ভব হয়েছে। মাঠ পর্যায়ে কর্মকর্তারা সবসময় কৃষকের পাশে থেকে কাজ করে চলেছে। যার ফলে আজ বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছে। তাই আগামী দিনে এই কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হলে এই তারুণ্যের বিকল্প আর কিছু নাই। তাই আপনাদেরকে দেশ গঠনে কৃষির হাল ধরতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী গবেষণা ও প্রশিক্ষণ শাখা মোঃ জিন্নুরাইন খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোমেনুল ইসলাম, সহকারী প্রকৌশলী গবেষণা ইউনিট কার্ব মোঃ মেহেদী হাসান, সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ সরকার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় রাজশাহী গোদাগাড়ী অঞ্চলের ৫০জন তরুণ অংশ গ্রহণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.