বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডির বোর্ড সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৫তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএ বোর্ড কক্ষে পরিচালনা সভা অনুষ্ঠিত হয়।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান ড.এম আসাদুজ্জামান এর সভাপতিত্বে পরিচালনা বোর্ড সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ হাবীবুর রহমান (যুগ্ম-সচিব) প্রতিনিধি পানি সম্পদ মন্ত্রণালয়, খোরশেদ আলম যুগ্ম-সচিব (উপকরণ) কৃষি মন্ত্রণালয় ঢাকা, বিএমডিএ নির্বাহী পরিচালক মো: তরিকুল আলম (অতিরিক্ত সচিব), অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহা. যোবায়ের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক দিনাজপুর মো: এস.এম. হাবিবুল হাসান, রাজশাহী পুলিশ সুপার প্রতিনিধি আবুল খায়ের, দিনাজপুর পুলিশ সুপার প্রতিনিধি আ.ন.ম নিয়ামত উল্লাহ্, বোর্ড সদস্য মো: জাফুরুল্লাহ ঠাকুরগাঁও পৌরসভা ঠাকুরগাঁও, বোর্ড সদস্য মো: সাইফুল ইসলাম হিরক রাজশাহী, বোর্ড সদস্য মিসেস বদরুল লাইলি রাজশাহী, অতিঃ প্রধান প্রকৌশলী মোঃ শামসুল হোদা ও সদস্য সচিব বিএমডিএ সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল বোর্ড সদস্য ৮৫তম বোর্ড সভায় উপস্থিত ছিলেন।
সভায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.