বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন 

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন করেন বিএমডিএ’র চেয়ারম্যান ড.এম আসাদুজ্জামান। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় এর আওয়াতাধীন বাস্তবায়নকারী সংস্থা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অবকাঠামো উন্নয়নসহ সক্ষমতা জোয়ারদারকরণ প্রকল্পে বিএমডিএ ভবনের ভিত্তি প্রস্থর এর উদ্বোধন করা হয়।
প্রধান কার্যালয় ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম (অতিরিক্ত সচিব)।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিঃ প্রধান প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী  মো: সমসের আলী, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী  এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক  প্রকৌশলী শহিদুর রহমান. প্রকল্প পরিচালক রেজা মোহাম্মদ নূরে আলম, তত্ত্বাবধায়ক  প্রকৌশলী জিন্নুরাইন খান, নির্বাহী প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলি, উপ-পরিচালক সেবা মোঃ মাহফুজুল হক, হিসাব নিয়ন্ত্রক মোঃ রোকনুজ্জামান বিশ্বাস ও সিবিএ সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুক সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সহ সকলে উপস্থিত ছিলেন।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অবকাঠামো উন্নয়নসহ সক্ষমতা জোয়ারদারকরণ প্রকল্পে আওয়তায় ১০ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৬তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়। ভিত্তি প্রস্থন উদ্বোধন শেষ সকলের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.