বরিশাল-২ আসনে রাজনীতিতে নতুন মেরুকরণ: মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন রাশেদ খান মেনন, ফাইয়াজুল হক রাজু, জাপা রনজিৎ বাড়ৈসহ ৮ জনে

উজিরপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে রাজনীতিতে নতুন মেরুকরণ যুক্ত হয়েছে। আজ বুধবার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রনজিৎ বাড়ৈ, শেরে বাংলা এ.কে.ফজলুল হকের দৌহিত্র ফাইয়াজুল হক রাজু মনোনয়ন পত্র সংগ্রহ করার পরে রাজনৈতিক মহল নতুন হিসাব নিকাশ কষতে শুরু করেছেন। এ নিয়ে এ যাবৎ ৮ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
ইতিমধ্যে ২৭ নভেম্বর বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুসের পক্ষে নেতাকর্মীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এবং তিনি আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে মনোনীত করে টিকিট প্রদান করেছেন তালুকদার মোঃ ইউনুসকে।
২৮ নভেম্বর কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতিকের ফরম সংগ্রহ করেছেন উপমহাদেশের অন্যতম সংগীত শিল্পী ও হারমনিয়াম এর জাদুকর নকুল কুমার বিশ্বাস। ওইদিন সকালে জাকের পার্টির গোলাপফুল প্রতীকের প্রার্থী স্বপন মৃধা (মাহামুদ) তার নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
দুপুরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম টুটুলের পক্ষে ফরম সংগ্রহ করেন নেতাকর্মীরা। তৃণমূল বিএনপির সোনালী আশ প্রতীকের প্রার্থী শাহজাহান সিরাজ বরিশাল জেলা রির্টানিং অফিসারের কাছ থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ নিয়ে মোট ৮জন প্রার্থী ইতিমধ্যে উপজেলা সহকারী রিটার্নং ও জেলা রিটার্নিং কার্যালয় থেকে তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া তানজিন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
দলীয় সূত্রে জানা যায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন বরিশাল-৩ আসন থেকেও তার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নেতাকর্মীরা। জননেতা রাশেদ খান মেনন ঢাকা-৮ আসন থেকে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ ইতিমধ্যে হেবিওয়েট প্রার্থী বাহাউদ্দিন নাসিমকে মনোনয়ন প্রদান করেছেন। তবে জোটবদ্ধ নির্বাচন হলে কে হবেন বরিশাল-২ আসনে জোটের প্রার্থী এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ৩০ নভেম্বর কোন কোন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা করেন এটাই দেখার বিষয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.