বরিশাল ব্যুরো: বরিশালে বাস থেকে ৫ হাজার ইয়াবাসহ দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (২০ জানুয়ারি) রাত ৮টায় বরিশাল-পটুয়াখালী সড়কের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে এ দম্পতিকে আটক করা হয়।
আটক দম্পতি হলেন: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া এলাকার সোহেল হোসেন (৩০) ও তাঁর স্ত্রী আয়েশা আক্তার (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, ইমরান ট্রাভেলসের একটি বাসে ঢাকা থেকে ইয়াবা নিয়ে কলাপাড়ার উদ্দেশে রওনা দেন তাঁরা। গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। বাসটি ওই এলাকা অতিক্রমকালে গতিরোধ করে তল্লাশি করা হয়। এ সময় বাস থেকে দম্পতিকে আটক করে ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছেন সহকারী পরিচালক।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান আল মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.