উজিরপুর প্রতিনিধি:বরিশালের উজিরপুরে মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় মাত্র ৭ মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছেন মুহাম্মদ আব্দুল্লাহ।
এ উপলক্ষে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন মাদ্রাসা কতৃপক্ষ।
১১ মার্চ মঙ্গলবার বিকেলে মাদরাসা মিলনায়তনে মাদ্রাসার পরিচালক হাফেজ কারী মোহাম্মদ আব্দুল্লাহ্’র তত্ত্বাবধানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবু হানিফ, সাবেক উপাধ্যক্ষ মোঃ ফজলুর রহমান, প্রভাষক আঃ খালেক, মাওলানা সসাব্বির হোসেন, মাওলানা ওমর ফারুক, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা আমিনুল ইসলাম, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার সহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসার ইমাম ও মোহতামিম এবং মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক উপস্থিত ছিলেন।
মাদ্রাসার মনোরম পরিবেশ ও শিক্ষার মান দেখে অভিভাবকগন প্রশংসা করেছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.