বন্যার্তদের সহায়তায় রাবির ‘আফসা’ এর ত্রান সংগ্রহ
রাবি প্রতিনিধি: বাংলাদেশের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে ত্রান সংগ্রহ করছে এগ্রিকালচার ফ্যাকাল্টি স্টুডেন্টস এসোসিয়েশন (আফসা)।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি অনুষদের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত এগ্রিকালচার ফ্যাকাল্টি স্টুডেন্টস এসোসিয়েশন ‘আফসা’ উত্তরাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সংগ্রহ শুরু করেছে। গত কিছুদিন ধরে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল বিভাগ ঘুরে ঘুরে ত্রান সংগ্রহের কাজ শুরু করছে। চলতি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত তারা এ ত্রান সংগ্রহ করার চেষ্টা করবে ।
এ ব্যাপারে ‘আফসা’ এর সংগঠনের সভাপতি আজমল শুভ এর সঙ্গে কথা বললে তিনি বিটিসি নিউজকে জানান, ” সরকারী বেসরকারী সংস্থা মিলে বন্যার্তদের যতটুকু ত্রান দেয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। এমতাবস্থায় সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা বন্যার্তদের জন্য ত্রান সংগ্রহ শুরু করেছি। ”
কিভাবে ত্রাণ পৌঁছানো হবে এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, নির্দিষ্ট সময় পর্যন্ত সাহায্য উত্তোলন করার পর তারা বন্যার্তদের জন্য কিছু অতিপ্রয়োজনীয় ওষুধসামগ্রী কিনবেন। তারপর নির্দিষ্ট স্বেচ্ছাসেবক এর মাধ্যমে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সরাসরি বন্যার্তদের কাছে পৌঁছে দেবেন।
উল্লেখ্য, সাম্প্রতিক বন্যায় উত্তরবঙ্গের অনেক জেলার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে দেড় লক্ষ হেক্টর ফসলি জমি। দুর্গত এই জনগোষ্টীর জন্য নেই খাবারের কোন নিশ্চয়তা,নেই বিশুদ্ধ পানির সরবরাহ, মাথাগোজার ঠাইটুকুও হারিয়েছেন অনেকে। স্বভাবতই বেড়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.