বনকেশর ব্রীজঘাট উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ ও মত বিনিময় সভা
তানোর (রাজশাহী) প্রতিনিধি: আজ শনিবার ২৭শে জুলাই ২০১৯ ইং সকাল ১০ ঘটিকায় বনকেশর ব্রীজঘাট উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশের মত বিনিময় সভায় তানোর থানা পুলিশের পক্ষ থেকে জন সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়েছে।
পদ্মা সেতু তৈরিতে মানুষের মাথা ও রক্ত লাগার এমন গুজবের প্রেক্ষিতে রাজশাহী জেলা পুলিশের প্রচারনার অংশ হিসেবেই তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলামের নির্দেশ ক্রমে থানার তদন্ত (ওসি) রাকিবুল হাসানের নেত্রিত্বে এএসআই ইউসুফ আলীকে সাথে নিয়ে এই সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন।
মা সমাবেশ শিক্ষার গুনগত মান উন্নয়ন, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক বিরোধী সচেতনতা ও তার প্রতিকার সম্পর্কে মত বিনিময় করা হয়।
সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা চেয়ারম্যান জনাব লুৎফর হায়দার রশীদ ময়না।
উক্ত সমাবেশ স্থলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, ৩নং পাঁচন্দর ইউনিয়ন পরিশোধের চেয়ারম্যান আব্দুল মতিন।
এছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তিরাও উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর তানোর (রাজশাহী) প্রতিনিধি মো: হাফিজুল ইসলাম। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.