নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পেট্রোল পাম্পে দাঁড় করিয়ে রাখা জি.এম ট্রাভেলসের তিনটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্ত। সোমবার ভোর রাত সাড়ে ৪টার দিকে নাটোরের বড়াইগ্রামের মহিষভাঙ্গায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে পাটোয়ারী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এতে ইঞ্জিনসহ দুটি বাস পুরোপুরি পুড়ে গেছে।
অপর বাসটিরও ব্যাপক ক্ষতি হয়েছে। নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও পুনরায় মনোনয়নপ্রাপ্ত ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এ ফিলিং স্টেশনের মালিক।
ঘটনার প্রত্যক্ষদর্শী ফিলিং স্টেশনের সেলসম্যান হাসান জানান, রাতে বনপাড়া মৃধাপাড়ার সোলায়মান আলী খাঁনের জিএম ট্রাভেলসের ছয়টি বাসসহ মোট ১৫ টি গাড়ি ফিলিং স্টেশনে রাখা ছিল। ভোর সাড়ে ৪টার দিকে একটি বাসে ধোঁয়া দেখতে পেয়ে সেখানে গিয়ে তারা আগুন দেখতে পান। মুহুর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় তারা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। এর মধ্যেই ওই বাসের পাশে দাঁড়ানো আরো দুটি বাসে আগুন ছড়িয়ে পড়ে।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। তিনি আরো বলেন, দুর্বৃত্তরা ফিলিং স্টেশনের পিছনের কলার বাগান দিয়ে এসে বাসে আগুন দিয়ে যায় বলে তাদের ধারণা। পিছন দিয়ে আসার কারণে সিসি টিভি ফুটেজে তাদের কোন চিত্র ধারণ হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিং স্টেশনের অপর একজন কর্মী জানান, গান পাউডার ছিটিয়ে অথবা পেট্রোল ঢেলে বাসে আগুন দেয়া হয়েছে। তাছাড়া এতো দ্রুত সময়ের মধ্যে আগুন তিনটি বাসে ছড়িয়ে পড়ে সব কিছু পুড়ে যাওয়া সম্ভব না।
পুড়ে যাওয়া জিএম ট্রাভেলসের একটি বাসের চালক রমজান আলী বিটিসি নিউজকে বলেন, গত শনিবার আমি সব জানাজা-দরজা লক করে বাসটি ফিলিং স্টেশনে রেখে যাই। আজ এসে দেখি গেটের তালা ভেঙ্গে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি শফিউল আযম বিটিসি নিউজকে বলেন, রাতের অন্ধকারে দুবৃর্ত্তরা দাঁড়ানো এসব বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত কাজ শুরু করা হয়েছে। কারা এ ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশ কাজ করছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.