বড়দিনে ইউক্রেনে হামলা, রাশিয়ার সমালোচনা করলেন বাইডেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে বড়দিনে হামলা চালানোয় রাশিয়ার প্রতি নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (২৫ ডিসেম্বর) একইসঙ্গে তিনি প্রতিরক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছেন, কিয়েভে অস্ত্র সরবরাহ যেন অব্যাহত থাকে।
এক বিবৃতিতে বাইডেন বলেছেন, শীতকালে মানুষকে তাপ ও বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন রাখার উদ্দেশেই গতকাল হামলা চালিয়েছে রাশিয়া।
কিয়েভ জানিয়েছে, ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয় বলে তাদের দাবি। ওই হামলায় উত্তরপূর্বাঞ্চলীয় খারকিভে অন্তত ছয়জন ও দিনিপ্রোপেত্রোভস্কে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।  
ইউক্রেন ও রাশিয়ায় বিশেষ দূত হিসেবে ট্রাম্পের মনোনীত কিইথ কেলোগও বড়দিনে হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এ সময়টাতে অন্তত শান্তি বজায় রাখা উচিত। তারপরও ইউক্রেন ভয়াবহ হামলার শিকার হয়েছে। ওই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র এখন আরও বদ্ধপরিকর।
প্রায় তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত ১৭ হাজার ৫০০ কোটি ডলার সামরিক সহায়তার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। তবে আসছে ২০ জানুয়ারি বাইডেনের চেয়ারে ডোনাল্ড ট্রাম্প বসার পর পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এদিকে, একসময় জেলেনস্কিকে ‘বিশ্বের সেরা বিক্রেতা’ (দ্য গ্রেটেস্ট সেলসম্যান অন আর্থ) বলে কটাক্ষ করা ট্রাম্প দাবি করে আসছেন, তিনি যুদ্ধের খুব দ্রুত সমাপ্তি দেখতে চান এবং তিনি সেটা বাস্তবায়ন করতে পারবেন।
চলমান যুদ্ধে মার্কিন সম্পৃক্ততার মাত্রা নিয়ে নির্বাচনি প্রচারণার সময় থেকেই নিজের আপত্তি প্রকাশ করে আসছেন ট্রাম্প। ইউক্রেনকে সহায়তা করতে গিয়ে যুক্তরাষ্ট্র অনেক আর্থিক বোঝা বহন করছে বলে দাবি করেন তিনি। তাই কিয়েভের ইউরোপীয় মিত্রদের আরও আর্থিক দায় বহনের পরামর্শ দেন তিনি। আগামী মাসে তার সহকর্মী হিসেবে প্রতিনিধিসভা ও সিনেটে দায়িত্ব নিতে যাওয়া রিপাবলিকানদের মধ্যেও প্রায় একই মনোভাব দেখা যাচ্ছে।
বাইডেনের আমলে ইউক্রেনে সামরিক সহায়তা বজায় রাখা বা সহায়তার আওতা বৃদ্ধি করা নিয়ে একটা দৃঢ় অবস্থানে ছিল মার্কিন কংগ্রেস। তবে ট্রাম্পের আমলে এই সহায়তার ভবিষ্যৎ নিয়ে ইউক্রেন সমর্থকদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। #   

Comments are closed, but trackbacks and pingbacks are open.