“”” বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’র ভিত্তি প্রস্তর স্থাপন”””

ফেনী প্রতিনিধি: গণভবন হতে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এর ভিত্তি প্রস্তর সহ ৬ টি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ  হাসিনা। গতকাল বুধবার (৩ এপ্রিল) সকাল ১১ টায় বঙ্গবন্ধু  শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে মধ্যম  মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, সীতাকুন্ড অর্থনৈতিক অঞ্চল ও সোনাগাজী অর্থনৈতিক অঞ্চল নিয়ে গঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এর ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময় বিজিএমই গার্মেন্টস ভিলেজ ও শেখ হাসিনা স্মরণীর নির্মাণ কাজও উদ্বোধন করা হয়।

এ সময় ভিডিও কনফারেন্সে মিরসরাই থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন মিরসরাই আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জে. (অব.) মাসউদ উদ্দিন চৌধুরী,

এতে  উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক, ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, বিজিএমইএ-এর সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা চেয়ারম্যান (দায়িত্বপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর গড়রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন (ভিপি) প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.