বক্সিং প্লেয়ার ও যুবদল নেতা রনি আর নেই

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শিরোইল কলোনি এলাকার কৃতি সন্তান, দক্ষ বক্সিং প্লেয়ার ও চন্দ্রিমা থানা যুবদলের সদস্য রনি হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রনি একজন প্রতিশ্রুতিশীল বক্সিং খেলোয়াড় ছিলেন। খেলাধুলার মাধ্যমে তিনি নিজেকে একজন সফল ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলেছিলেন। রাজশাহীর ক্রীড়াঙ্গনে তার উজ্জ্বল উপস্থিতি ছিল।
বক্সিংয়ের প্রতি তার ভালোবাসা ও নিষ্ঠা তাকে তরুণদের কাছে অনুপ্রেরণার প্রতীক করে তুলেছিল।
খেলাধুলার পাশাপাশি রনি চন্দ্রিমা থানা যুবদলের একজন সক্রিয় সদস্য ছিলেন। সংগঠনের নীতিমালা মেনে তিনি সবসময় দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতেন এবং দলের প্রতি নিষ্ঠাবান ছিলেন।
তার অকাল প্রয়াণে পরিবার, বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মী এবং ক্রীড়া অঙ্গনের ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। সবাই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রনির স্মৃতি তার বন্ধুদের মনে চির অম্লান হয়ে থাকবে। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.