বকশীগঞ্জ সুশীল সমাজ ছাত্র সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন “বকশীগঞ্জ সুশীল সমাজ ছাত্র সংঠগনের” উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সাধুরপাড়া ইউনিয়নের পূর্ব বাংগালপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক আব্দুস ছাত্তারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবদুল মান্নান, শিক্ষক মানিক মিয়া, সাংবাদিক রকিবুল হাসান বিদ্রোহী, পারভেজ হাসান, কামরুল হাসান, রাকিব হাসান, রাসেল গাজী, জয়দেব বিশ্বাস জয়, রুবেল মিয়া, মো. আকাশ মোল্লা, মো. হাসান মিয়া, মো. জাহিদুল ইসলাম।
বকশীগঞ্জ সুশীল সমাজ ছাত্র সংগঠনটির জনহিতকর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.