বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় বকশীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোয়ালগাঁও গ্রামের রাস্তায় কার্পেটিং কাজের উদ্বোধন করেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।
উদ্বোধনকালে পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, ঠিকাদার মো. রাশেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান, ‘জামালপুর জেলার আট পৌরসভা উন্নয়ন’ প্রকল্পের আওতায় বকশীগঞ্জ পৌরসভার সার্বিক তদারকিতে রাশেদ এন্টারপ্রাইজ ৭৫ লাখ টাকা ব্যয়ে ৯১৫ মিটার রাস্তার কার্পেটিং কাজ বাস্তবায়ন করবেন। এতে করে পৌরবাসীর নাগরিক সুবিধা বৃদ্ধি সহ জনদুর্ভোগ লাঘব হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.