বকশীগঞ্জে মুখ পুড়িয়ে দেওয়া নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মুখ মন্ডল পুড়িয়ে দেওয়া অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে । শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় এলাকার একটি পাট ক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, সকালে ক্ষেতে কাজ করতে গিয়ে পাট ক্ষেতে অজ্ঞাত এক নারীর (৩৫) বিবস্ত্র মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকরা ৷ বিষয়টি জানাজানি হলে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
পরে থানা পুলিশ মুখমন্ডল পুড়িয়ে ফেলা মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয় ও পুলিশের ধারণা কেউ যাতে চিনতে না পারে সেজন্য তার মুখ পুড়িয়ে দেওয়া হতে পারে।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বিটিসি নিউজকে জানান, ওই নারীকে মুখ পুড়িয়ে দেওয়ায় কেউ তাকে চিনতে পারেন নি। মরদেহে উদ্ধার করা হয়েছে। লাশ শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা এসে শনাক্ত করতে সহায়তা  করবে।
এঘটনায় পুলিশ খুনিকে দ্রুত আইনের আওতায় আনতে মাঠে কাজ শুরু করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.