বকশীগঞ্জে মর্টরে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মর্টরের সুইচ চাপতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেনা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঝালরচর পশ্চিম পাড়া গ্রামে এঘটনা ঘটে। হেনা বেগম ওই গ্রামের শের আলীর স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুর ২ টার দিকে নিজ বাড়িতে মর্টর দিয়ে পানি তুলতে যায় হেনা বেগম।
মর্টরের সুইচ চাপতে গিয়ে তিনি হঠাৎ বিদ্যুতায়িত হয়ে গেলে মারাত্মক আহত হয়।
আহতবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হেনা বেগমকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.