বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সকালে সাধুরপাড়া ইউনিয়নের বাংগাল পাড়া গ্রামের রাস্তার ওপর ৩৬ মিটার দৈঘ্যের ওই নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ হাবীবুর রহমান সুমন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান মোল্লা, ইউপি সদস্য শেখ ফরিদ, ঠিকাদার হেলাল উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেসার্স স্বপ্না এন্টারপ্রাইজ ৩৯ লাখ ৫৫ হাজার ৭০৫ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবীবুর রহমান সমুন জানান, ব্রিজটি নির্মাণের ফলে ৫ টি গ্রামের মানুষের যাতায়াতে নতুন মাত্রা যোগ হবে। বিশেষ করে বন্যার সময় আন্ত:যোগাযোগ ব্যবস্থার সুবিধা ভোগ করবে এই এলাকার মানুষ।
বন্যা কবলিত এলাকা হিসেবে পরিচিতি বাংগাল পাড়া গ্রামের এই ব্রিজটি নির্মাণ কাজ শুরু হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কৃহজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় এলাকাবাসী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.