বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে উপজেলা প্রশাসনের লাইট বিতরণ 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে গারো পাহাড়ি জনপদে বন্য হাতি থেকে রক্ষা পেতে জগ লাইট বিতরণ করা হয়েছে। বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ধানুয়া কামালপুর ইউনিয়নের পাহাড়ি এলাকার বিভিন্ন গ্রামের ৪০টি পরিবারকে জগ লাইট বিতরণ করা হয়।
ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে লাইট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
এসময় ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, ইউপি সদস্য মোতালেব হোসেন, ইউপি সদস্য সুমন মিয়া, বিএনপি নেতা ফারুক মিয়া সহ ক্ষুদ্র নৃ গোষ্ঠী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পাহাড়ি জনপদের মানুষ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.