বকশীগঞ্জে পাহাড়ি জনপদে রাস্তার ঢালাই কাজ উদ্বোধন!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সীমান্তবর্তী গারো পাহাড়ি জনপদে “উন্নয়ন সহায়তা প্রকল্পের” আওতায় ৭১ মিটার দৈর্ঘ্যের রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এবং এলজিইডির সার্বিক তত্ত্বাবধানে বৈষ্ণবপাড়া গ্রামের এই রাস্তাটি আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত।
উদ্বোধনকালে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, ইউপি সচিব শামসুন নাহার, উপসহকারী প্রকৌশলী মো. ইব্রাহিম, ইউপি সদস্য মোতালেব মিয়া, ইউপি সদস্য মোর্শেদ আলম, ইউপি সদস্য সুমন মিয়া উপস্থিত ছিলেন। প্রত্যন্ত পাহাড়ি জনপদে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন শুরু হওয়ায় খুশি স্থানীয়রাও।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.