বকশীগঞ্জে নিখোঁজের তিন দিন পর বিল থেকে কৃষকের মরদেহ উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে আনোয়ার হোসেন (৪০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে বগারচর ইউনিয়নের পূর্ব গলাকাটি বিলের পানিতে ভেসে থাকা মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ হন। আনোয়ার হোসেন পূর্ব গলাকাটি গ্রামের মৃত শুটকু মিয়ার ছেলে। 
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ ছেলের জন্য ওষুধ কিনতে সারমারা বাজারে যান আনোয়ার হোসেন। এর পর সে আর বাড়ি ফিরে নি। তার আত্মীয় স্বজনা তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি।
শুক্রবার সকালে গলাকাটি বিলে স্থানীয় লোকজন কাজ করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় আনোয়ার হোসেনের মরদেহটি দেখতে পায়।
পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে সকাল ১০ টার দিকে গলাকাটি বিল থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা বিটিসি নিউজকে জানান, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.