বকশীগঞ্জে ক্রয়কৃত জমি উদ্ধার চান অসহায় মর্জিনা, চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে নিজের ক্রয়কৃত জমি দখলকারীদের কাছ থেকে উদ্ধার ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় নারী।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বাট্টাজোড় ইউনিয়নের কুমরী কান্দা গ্রামে ওই সংবাদ সম্মেলন করেন মর্জিনা বেগম নামে ওই নারী।
সংবাদ সম্মেলনে ওই নারী বলেন, জিন্নাহ বাজার এলাকার কুমরী কান্দা গ্রামের আবদুল মুন্নাফ, আবুল হোসেন ও জহুরা বেগমের কাছে গত বছরের ৯ অক্টোবর ৩৪ শতাংশ জমি ক্রয় করি। যার দলিল নম্বর ২৫০৮। এই জমিটি সহকারী কমিশনার (ভূমি) আমার নামে নামজারী করে দেন।
আমি জমিটি ক্রয় করলেও ও সকল কাগজপত্র আমার নামে থাকলেও স্থানীয় প্রভাবশালী মৃত ইব্রাহিমের ছেলে হানিফ উদ্দিন , মনিরুজ্জামান ও তাদের আত্মীয় স্বজনরা জোরপূর্বক জমিটি দখল করে রেখেছেন। আমি বার বার ক্রয়কৃত জমিতে যেতে চাইলে ৫ লাখ চাঁদা দাবি করেন এবং হুমকি প্রদান করেন তাঁরা। বর্তমানে আমি স্বামী ও ৬ সন্তান নিয়ে আমার বাবার বাড়ি শ্রীবরদীতে বসবাস করছি।
তাই তিনি দখলদারের হাত থেকে জমিটি উদ্ধার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে মর্জিনা বেগমের স্বামী ও সন্তান উপস্থিত ছিলেন।
এব্যাপারে অভিযুক্ত মনিরুজ্জামান জানান, ওই জমিতে আমাদের অংশ রয়েছে তাই আমরা জমিতে চাষাবাদ করি। চাঁদা দাবির বিষয়টি ভিত্তিহীন বলেন তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.