বকশীগঞ্জে উন্নয়ন সংঘের সিড্স প্রকল্পের ব্যবসা সহায়তা উপকরণ ও সনদপত্র বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে কারিগরি প্রশিক্ষণ সম্পন্নকারী বেকার যুবক-যুবতীদের মাঝে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে ব্যবসা সহায়তা উপকরণ ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে এবং উন্নয়ন সংঘ সিড্স প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এসব উপকরণ বিতরণ করা হয়। উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল।
এসময় উন্নয়ন সংঘ সিড্স প্রকল্পের জীবিকায়ন কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো. মজিদুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম ,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু সহ সিড্স প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উন্নয়ন সংঘের সিড্স প্রকল্পের উদ্যোগে রাজ মিস্ত্রি ট্রেডে ও কাঠ মিস্ত্রি ট্রেডে মোট ৩৩ জন বেকার যুবককে উপকরণ প্রদান করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.