দুর্যোগ-দুর্ঘটনাব্রেকিং নিউজময়মনসিংহ বকশীগঞ্জে ইঞ্জিন চালিত ভটভটি উল্টে এক যুবকের মৃত্যু! By বার্তা কক্ষ On মে ২০, ২০২৫ Share বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ইঞ্জিন চালিত ভটভটি উল্টে রাকিব হাসান (১৮) এক যুবকের মত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুর ১২ টার দিকে বকশীগঞ্জ -জামালপুর সড়কের টানা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাকিব হাসান নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর দাড়িপুরা এলাকার শাহা আলীর ছেলে৷ স্থানীয় সূত্র জানায়, রাকিব হাসান ভটভটি চালিয়ে ঝগড়ার চর এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া টানা ব্রিজ এলাকায রাস্তার ওপর একটি গরু দৌড়ে এলে গরুকে বাঁচাতে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায় এবং রাকিব গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যান। বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে রাকিব হাসান মৃত্যু বরণ করেন। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে৷ সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.