বকশীগঞ্জে অগ্নিকান্ডে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, স্বপ্ন পুড়ল ব্যবসায়ীদের

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে স্বপ্ন পুড়ে চাই হয়েছে ৬ ব্যবসায়ীর। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দা বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়। 
স্থানীয় সূত্র জানায়, গতরাত ২ টা ৪০ মিনিটে ধাতুয়াকান্দা বাজারের একটি দোকানে আগুন লাগে। পরে ওই দোকান থেকে আরো পাঁচ টি দোকানে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।
এসময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা টের পেয়ে আগুনের নেভানোর চেষ্টা করে। তাতেও আগুন নিয়ন্ত্রণ না হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
পরে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হলেও ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ বলতে পারেন নি।
আগুনে একটি ফার্মেসী, একটি ধানের গুদাম, একটি মুদি দোকান, একটি সেলুন ঘর সহ ৬ টি ঘরে থাকা আনুমানিক ৩০ লাখ টাকার মালামাল, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে ক্ষয়ক্ষতি হয়।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, অগ্নিকান্ডে ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এব্যাপারে উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.