ফ্রান্সে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে বন্দীকে ‘ছিনতাই’, নিহত-২

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের নরম্যান্ডির রুয়েনের কাছে এক বন্দীকে স্থানান্তরের সময় প্রিজন ভ্যানে হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির অন্তত দুইজন কারা কর্মকর্তা নিহত হয়েছেন।
ফরাসি মিডিয়ার খবরে বলা হয়েছে, ওই প্রিজন ভ্যানে একজন বন্দীকে স্থানান্তরের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় এ হামলা হয়ে। এতে ওই বন্দী হামলাকারীদের সঙ্গে পালিয়ে গেছে।
ফ্রান্সের জাস্টিস মিনিস্টার বলেছেন, হামলায় তিনজন কারা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, দেশটির স্থানীয় সময় সকাল ১১ টায় এ১৫৪  মোটরওয়েতে এক চৌকির কাছে এ হামলা হয়।  
ইনডিপেন্ডেন্ট বলছে, দুইটি গাড়িতে করে চারজন সশস্ত্র ব্যক্তি এ হামলা চালিয়েছে। ভিডিও ফুটেছে দেখা যায়, হুডি পরা এক হামলাকারী প্রিজন ভ্যানে গুলি চালাচ্ছে।
এদিকে ফরাসি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই বন্দী একটি হত্যা চেষ্টার মামলায় অভিযুক্ত। হামলাকারীদের ও ওই বন্দীকে গ্রেপ্তারে দেশটির পুলিশ অভিযান শুরু করেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.