খেলাব্রেকিং নিউজ ফ্রান্সকে হারিয়ে মেয়েদের ইউরোর ফাইনালে জার্মানি By বার্তা কক্ষ On জুলাই ২৮, ২০২২ Share বিটিসি স্পোর্টস ডেস্ক: মেয়েদের ইউরোর ফাইনালে উঠেছে জার্মানি। গতকাল বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে ফ্রান্সকে। জার্মানির জয়ে দুটি গোলই করেন আলেকসান্দ্রা পপ। ম্যাচের ৪০ মিনিটে এগিয়ে যায় জার্মানি। আলেকসান্দ্রা লক্ষ্যভেদ করেন। চমৎকার ভলিতে বলটি জালে জড়ান তিনি। টানা পাঁচ ম্যাচে গোল করেন তিনি। অবশ্য ৪৪ মিনিটে গোলটি সমতায় আনে ফ্রান্স। কাদিদিয়াতু দিয়ানির জোরাল পোস্টে লেগে ফিরে আসে। পরে মেরলে ফ্রোয়েমসের গায়ে লেগে বল জালে জড়ায়। ম্যাচে ফিরে হাফ ছেড়ে বাঁচে ফ্রান্স। কিন্তু ৭৬ মিনিটে আবার এগিয়ে যায় জির্মানি। সতীর্থের ক্রস থেকে পাওয়া বলে হেডে বল জালে জড়ান আলেকসান্দ্রা। আগামী রোববার ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে ইংল্যান্ড ও জার্মানি মুখোমুখি হবে। এর আগে আটবার ফাইনালে উঠে প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.