ফ্রান্সকে হারিয়ে টানা পঞ্চমবার বাস্কেটবলের স্বর্ণ জিতল যুক্তরাষ্ট্র

 

বিটিসি স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিকে স্বাগতিক ফ্রান্সকে কাঁদিয়ে বাস্কেটবলের স্বর্ণ জিতল যুক্তরাষ্ট্র। শিরোপা নির্ধারণী ম্যাচে বড় একটা সময় এগিয়ে থেকেও ফ্রান্স শেষ পর্যন্ত হতাশায় ডুবেছে।
এদিন প্যারিসের বের্সি অ্যারেনায় স্বর্ণ জিতে টানা পঞ্চমবারের মতো অলিম্পিকের সেরা হলো যুক্তরাষ্ট্র। মার্কিনিরা ম্যাচটা ৯৮-৮৭ ব্যবধানে জিতেছে।
ম্যাচে ফ্রান্স দীর্ঘ সময় এগিয়ে ছিল। মনে হচ্ছিল যুক্তরাষ্ট্রের একক আধিপত্যে ছেদ পড়তে চলেছে। কিন্তু স্টিফেন কারির এক ঝলকেই ম্যাচের মোড় ঘুরে যায়। একাই ২৪ পয়েন্ট এনে দেন কারি। সেই সঙ্গে কিংবদন্তি লেব্রন জেমস ৬ রিবাউন্ড আর ১০ অ্যাসিস্টে এনে দিয়েছেন ১৪ পয়েন্ট।
এটি জেমসের ক্যারিয়ারের তৃতীয় অলিম্পিক স্বর্ণ। অন্যদিকে আরেক মার্কিন তারকা কেভিন ডুরান্ট চতুর্থবারের মতো স্বর্ণ জিতে রেকর্ড গড়েছেন। প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে অলিম্পিক বাস্কেটবলে চারটি স্বর্ণ জিতেছেন তিনি।
এর আগের দিন ফুটবল ইভেন্টেও হতাশ হতে হয়েছে ফ্রান্সকে। পার্ক দ্য প্রিন্সেসে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে সোনা জিতেছে স্পেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.