ফ্যাসিবাদমুক্ত, মানবিক বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে – মিয়া গোলাম পরওয়ার

খুলনা ব্যুরো: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “একটি ফ্যাসিবাদমুক্ত, মানবিক বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্য গড়ে তুলতে জামায়াতে ইসলামী প্রয়োজনে যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য গড়তে প্রস্তুত।”
তিনি বলেন, দেশের স্বার্থ ও জন আকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে সমঝোতা করে একটি বৃহত্তর ঐক্য গড়ে তোলা জরুরি।
সোমবার (১৬ জুন) খুলনার ডুমুরিয়া উপজেলার উলা মাজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা মুখতার হুসাইন।
অধ্যাপক পরওয়ার বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার ত্যাগের মাধ্যমে যে অর্জন এসেছে, তা টিকিয়ে রাখতে হলে ফ্যাসিস্টদের বিচার ও কাঠামোগত সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে হবে।তিনি সব রাজনৈতিক দলকে ইতিবাচক ধারায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বলেন, আমরা চাই না দেশে আর কোনো ফ্যাসিস্ট শাসনের জন্ম হোক।
জামায়াতের পক্ষ থেকে সরকারের কাছে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এর মধ্যে রয়েছে- স্থানীয় সরকার নির্বাচনকে ভিত্তি করে ক্ষমতা হস্তান্তরের দাবি, প্রতিনিধিত্বমূলক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা।
তিনি অভিযোগ করে বলেন, “বাংলাদেশে দুটি বড় সমস্যা ছিল— এক. ফ্যাসিবাদ কায়েম, দুই. দিল্লির প্রভাবাধীন শাসন। শেখ হাসিনার শাসনামলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে।”
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে পরওয়ার বলেন, “জামায়াতের ইতিহাস, ঐতিহ্য ও আনুগত্যের ভিত্তিতে সংগঠনকে এগিয়ে নিতে হবে। সামাজিক মাধ্যমে হিংসা-বিদ্বেষ ছড়ানো এ সংগঠনের চরিত্র নয়। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়তে হবে।”
তিনি বিশ্বাস প্রকাশ করেন, “নিয়মতান্ত্রিক প্রচেষ্টা অব্যাহত থাকলে আল্লাহ আমাদের বিজয় দান করবেন।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস।
বক্তব্য রাখেন আরও উপজেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, গাজী সাইফুল্লাহ, উপজেলা সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী ও সেক্রেটারি দেব প্রসাদ, সাহস ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নান, স্বদেশ হালদার, যুব বিভাগের সেক্রেটারি বি এম আলমগীর হোসাইন, ছাত্রশিবির দক্ষিণ শাখার সভাপতি আবু তাহের প্রমুখ।
সমাবেশ চলাকালে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও মুষলধারে বৃষ্টিপাত হলেও হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ তাদের অবস্থান ধরে রাখেন এবং পরওয়ারের বক্তব্য শোনেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.