বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফের ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। প্রতিবেদনে জানানো হয়েছে, জেরুজালেমে বেশ করেকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেল আবিব থেকেও একই শব্দ শোনা গেছে বলে জানিয়েছি বিবিসি।
ইসরায়েলজুড়ে সাইরেন বাজছে, যা ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার ইঙ্গিত দিচ্ছে।
এর আগে, আইডিএফ জানিয়েছে, ইসরায়েলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
এদিকে, হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুমে’ আকস্মিক নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় মঙ্গলবার কানাডায় জি-৭ সম্মেলনে ছিলেন ট্রাম্প। সেখানে সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে যাচ্ছেন। এরমধ্যেই নিরাপত্তা দলের বৈঠক ডেকেছেন তিনি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.