ফেনীতে স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের অবরোধ কর্মসূচি পালন

ফেনী প্রতিনিধি: অবৈধ তফসিল বাতিল ও ১ দফা দাবী আদায়ে ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালের নেতৃত্বে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অংশে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সকালের দিকে।
মিছিলে উপস্থিত ছিলেন,ফেনী পৌর ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহআলম ফরায়েজি, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সবুজ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন রিয়াদ,সদস্য নাসির উদ্দিন, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মেজবাহ উদ্দিন মিয়াজী, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আবদুল হালিম মানিক, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ইয়াসিন আরাফাত,দাগনভূঁইয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জাবেদ, দাগনভূঁইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক পলাশ, ১ নং চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন রিয়াদ, ফেনী পৌর স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান অপু,ছাত্রদল নেতা শরিফুল ইসলাম,মনিরুল ইসলাম, ইমাম, শুভসহ প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মো: দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.