ফেনী প্রতিনিধি: অবৈধ তফসিল বাতিল ও ১ দফা দাবী আদায়ে ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালের নেতৃত্বে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অংশে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সকালের দিকে।
মিছিলে উপস্থিত ছিলেন,ফেনী পৌর ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহআলম ফরায়েজি, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সবুজ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন রিয়াদ,সদস্য নাসির উদ্দিন, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মেজবাহ উদ্দিন মিয়াজী, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আবদুল হালিম মানিক, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ইয়াসিন আরাফাত,দাগনভূঁইয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জাবেদ, দাগনভূঁইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক পলাশ, ১ নং চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন রিয়াদ, ফেনী পৌর স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান অপু,ছাত্রদল নেতা শরিফুল ইসলাম,মনিরুল ইসলাম, ইমাম, শুভসহ প্রমুখ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.