ফুলবাড়ীর খেলোয়ারদের ঈদ উপহার দিলেন মিজানুর রহমান উল্লাস 

কুড়িগ্রাম প্রতিনিধি: করোনা পরিস্থিতি ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অস্বচ্ছল, তরুন ও মেধাবী খেলোয়ারদের আর্থিক সহায়তা দিলেন উপ-কর কমিশনার মিজানুর রহমান উল্লাস।
আজ শুক্রবার (২২ মে) বিকালে ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘ফুলবাড়ী ফুটবল ফাইটার্স একাডেমি’র ২০ জন প্রতিভাবান  খেলোয়ারকে ৫০০ টাকা করে ঈদ উপহার হিসেবে এই আর্থিক সহায়তা দেয়া হয়।
একাডেমির প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত সেনা কর্পোরাল বাবলুর রহমান সাগর বলেন, সাম্প্রতিককালের করোনাভাইরাস মহামারিতে অঘোষিত লকডাউনের ফলে সাধারন মানুষ হয়ে পড়েছে কর্মহীন।
ক্রীড়া জগতের স্থানীয় পর্যায়ের খেলোয়াররাও খুব অসহায় হয়ে পড়েছেন। এরকম দুঃসময়ে খেলোয়ারদের পাশে দাঁড়ানোয় ফুলবাড়ীর কৃতি সন্তান ও ক্রীড়ানুরাগী মিজানুর রহমান উল্লাসের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
এসময় উপজেলার  ছাত্রনেতা রাধে অন্তর রায়, রাহি আব্দুল্লাহ, বায়োজিদ বোস্তামি বাঁধন, আরিফ ইসলাম, সজল পোদ্দারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.