বিটিসি স্পোর্টস ডেস্ক: খেলার মাঠে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই মানেই বাড়তি উন্মাদনা। আর সেই লড়াই যদি হয় ফাইনালে তাহলে সেই উন্মাদনা বেড়ে যায় আরও কয়েক গুণ। ফুটসাল কোপা আমেরিকার ফাইনালে মাঠে নেমেছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আর সেখানে শেষ হাসি হেসেছে সেলেসাওরা।
শনিবার (১০ ফেব্রুয়ারি) শিরোপা নির্ধারনী লড়াইয়ে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। প্যারাগুয়ের লুক শহরের অলিম্পিক সেন্টারে মাঠে নামে এই দুই লাতিন জায়ান্ট। প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় পিটোর গোলে লিড নেয় সেলেসাওরা।
এরপর ম্যাচ শেষের বাঁশি বাজার আগমুহূর্তে আর্জেন্টিনার জাল ভেদ করেন রাফা। ২-০ গোলের জয়ে কনমেবল কোপার শিরোপা জিতে ব্রাজিল। অবশ্য আর্জেন্টাইন কোচ মাতিয়াস লুকুইক্সের শিষ্যরা শেষ পর্যন্ত লড়াই চালিয়েও গোলের দেখা পায়নি। এর আগে ২০২২ ফুটসাল কোপা আমেরিকার শিরোপার জিতেছিল আলবিসেলেস্তেরা।
ফাইনাল জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টটিতে অপরাজিতই থাকল ব্রাজিল। চির-প্রতিদ্বন্দ্বীদের কাছে শিরোপা খোয়ালেও আগামী সেপ্টেম্বরে উজবেকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটসাল বিশ্বকাপে নিজেদের পথ পরিষ্কার করেছে আলবিসেলেস্তেরা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.