ফিলিপাইনে ক্যাথলিক সমাবেশে বোমা হামলা, নিহত-৩

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে রোববার ক্যাথলিকদের এক সমাবেশে বোমা হামলায় কমপক্ষে তিনজন নিহত ও সাতজন আহত হয়েছে। বিদ্রোহ জর্জরিত দক্ষিণাঞ্চলে এ হামলা চালানো হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আঞ্চলিক পুলিশপ্রধান অ্যালান নোবেলেজা বলেন, দেশটির বৃহত্তম মুসলিম নগরী মারাউইতে মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির জিমনেসিয়ামে এক নিয়মিত প্রার্থনা সভা চলাকালে এ হামলা চালানো হয়।
নোবেলেজা একটি বিস্ফোরক ডিভাইসের কথা উল্লেখ করে বলেন, ‘এটি একটি আইইডি বা গ্রেনেড নিক্ষেপ কিনা তা আমরা তদন্ত করছি।’
মিন্দানাও স্টেট ইউনিভার্সিটি এ ‘সহিংস ঘটনার’ নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়টি তাদের ক্লাস স্থগিত করে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা আমাদের খ্রিস্টান সম্প্রদায় এবং এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের সাথে সংহতি প্রকাশ করছি।’
মারউই শহরের মেয়র মাজুল গান্দামরা মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। এ হামলার নিন্দা জানিয়ে গন্ডমরা বলেন, ‘এ শহরে দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। আমরা এ ধরনের সহিংসতাকে শান্তি ও ঐক্যের আমাদের সম্মিলিত অঙ্গীকারকে ছাপিয়ে যেতে দেব না।’
ফিলিপাইনের সামরিক বাহিনী শুক্রবার বিমান হামলা শুরু করার পর এ হামলার ঘটনা ঘটল। ওই বিমান হামলায় মিন্দানাওতে দাওলাহ ইসলামিয়াহ-ফিলিপাইন সংগঠনের ইসলামপন্থি ১১ জঙ্গি নিহত হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.