ফার্নান্দেজের প্রথম লাল কার্ডের দিনে টটেনহামের জয়

বিটিসি স্পোর্টস ডেস্ক: লিগে (ইপিএল) ম্যানচেষ্টার ইউনাইটেডের সমর্থকদের জন্য রাতটি ছিল খুবই ভয়ংকর। টটেনহ্যামের বিপক্ষে ১১ জন নিয়েও হিমশিম খাচ্ছিল ম্যানইউ। তখন দলের অধিনায়ককে ছাড়া প্রায় ৫০ মিনিটে পেরে ওঠার কথা নয়! হলে তাই। ১০ জনের ম্যানচেষ্টার ইউনাইটেডকে সহজেই ৩-০ গোলে উঁড়িয়ে দিয়েছে টটেনহাম।
রেড ডেভিলদের ডেরাখ্যাত ওল্ড ট্রাফোর্ডে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪ বছর পর জয়ের দেখা মিলল তারা। সর্বশেষ ২০২০ সালের অক্টোবরে করোনাকালে দর্শকশূন্য গ্যালারিতে জয় পেয়েছিল উত্তর লন্ডনের ক্লাবটি।
রোববার রাতে টটেনহামের বিপক্ষে ম্যাচের তিন মিনিটেই প্রথম গোল হজম করে ম্যানচেষ্টার ইউনাইটেড। আর অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ লাল কার্ড দেখেন ম্যাচের ৪২ মিনিটে। যদিও তার এ লাল কার্ড নিয়ে রয়েছে বিতর্ক। অধিনায়কের এ লাল কার্ডের ধাক্কা আর সামলে উঠতে পারে নি ক্লাবটি।
ইউনাইটেড কোচ এরিক টেন হাগ অনেকটা বাধ্য হয়েই পরিকল্পনা পরিবর্তন করেন। বিরতির আগমুহূর্তে কোবি মাইনুরের পরিবর্তে ম্যাসন মাউন্ট ও দ্বিতীয়ার্ধের শুরুতেই জোশুয়া জির্কজির জায়গায় কাসেমিরোকে নামান তিনি। তবে এতে বদলায়নি ম্যাচের ভাগ্য। বড় হারই সঙ্গী হয়েছে ক্লাবটির।
খেলোয়াড় পরিবর্তনের পর ম্যাচে ফেরা তো দূরে থাক উল্টো আরও হযবরল অবস্থা ম্যানইউর। বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৭ মিনিটে গোল ব্যবধান দ্বিগুন করে টটেনহাম। দ্বিতীয় গোলটি করেন দেয়ান কুলুসেভস্কি। দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার চেষ্টা করে রেড ডেভিলরা।
নিজেদের গুছিয়ে নিয়ে একাধিকবার আক্রমণে গেলেও এ দিন গোলের দেখা পায়নি ম্যানইউর ফুটবলাররা। উল্টো ৭৭ মিনিটে টটেনহামের হয়ে তৃতীয় গোলটি করেন ডমিনিক সোলানকে।
টটেনহামের কাছে এমন শোচনীয় পরাজয়ের পর পয়েন্ট টেবিলেও অবনমন হয়েছে ম্যানচেষ্টার ইউনাইটেডের। এ হারে ৭ পয়েন্ট নিয়ে অষ্টমস্থান থেকে থেকে টেবিলের ১২ নম্বরে নেমে গেল ইংলিশ জায়ান্টরা। আর দুর্দান্ত জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে উঠে এসেছে টটেনহাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.