ফাইনালে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

বিটিসি স্পোর্টস ডেস্ক: টানা তিন বৈশ্বিক শিরোপার খুব কাছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালে এবারের প্রতিপক্ষ কলম্বিয়া। বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় শুরু হতে যাওয়া এই ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিয়েছেন আগেই, যে কারণে ফাইনালের শুরুর একাদশে দেখা যেতে পারে আনহেল দি মারিয়াকে।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামের এই ফাইনালে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি একাদশে পরিবর্তন আনবেন না বলেই আভাস দিচ্ছে দেশটির গণমাধ্যম। তার মানে দি মারিয়া ও লিওনেল মেসির সঙ্গে আক্রমণভাগে থাকবেন হুলিয়ান আলভারেজ। জায়গা দিতে ফাইনালেও বেঞ্চে থাকবেন লাউতারো মার্টিনেজ। যদিও এবারের আসরে বেঞ্চ থেকে মাঠে নেমে বেশ ভালোই ফর্ম দেখিয়েছেন লাউতারো।
মাঝমাঠ মাতাবেন রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তিনজনই আছেন দারুণ ছন্দে। লিয়ান্দ্রো পারেদেসের মতো বিকল্প হাতে থাকলেও সেটা নিয়ে এখনই ভাবতে নারাজ স্কালোনি।
রক্ষণ সামলানোর দায়িত্ব থাকবে গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস তালিয়াফিকোর উপর। তবে সেমিফাইনালে মন্তিয়েল চোট পাওয়ায় ফাইনালে তার খেলা নিয়ে কিছুটা শঙ্কা আছে। ফ্লোরিডা ইউনিভার্সিটিতে শুক্রবারের অনুশীলনে ছিলেন না তিনি। শেষ ট্রেনিং সেশনে তার জন্য অপেক্ষা করবেন স্কালোনি। তা না হলে হয়ত নাহুয়েল মলিনাকে দেখা যাবে এই বিগ ম্যাচে।
আর্জেন্টিনার জন্য সুখবরটা হলো আকুনিয়ার সেরে ওঠা। আক্রমণের ধার বাড়াতে আক্রমণাত্মক মনোভাবের এই ডিফেন্ডারকে খেলাতে পারেন স্কালোনি। আর গোলবারের নিচে যথারীতি বিশ্বস্ত এমিলিয়ানো মার্টিনেজ তো থাবকেনই।
কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ।
রক্ষণভাগ: গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো।
মাঝমাঠ: রড্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার।
আক্রমণভাগ: আনহেল ডি মারিয়া, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.