ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় একট ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে, এতে মুস্তাফিজুর রহমান মাহফুজ (১৭) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সদরপুর বালিয়াহাটি সড়কে মহিলা কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, নিহত মাহফুজ ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রামের ফরহাদ মাতুব্বরের ছেলে। সদরপুর সরকারি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন মাহফুজ। সকালে কলেজে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে সদরপুর থানার ওসি আব্দুল মোতালেব হোসেন ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, ‘বালিয়াহাটি থেকে সদরপুর গামী একটি ইজিবাইক বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মহিলা কলেজের সামনে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে মাহফুজসহ আরও ৫ জন আহত হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
Comments are closed, but trackbacks and pingbacks are open.