ফরিদপুর প্রতিনিধি:ফরিদপুরে বোয়ালমারী উপজেলা সদরের চৌরাস্তা এলাকায় শেখ মুজিবুর রহমানের ছবি ও আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা সম্বলিত স্মৃতিস্তম্ভ ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় স্তম্ভ ভাঙতে পুলিশি বাধার কারণে দুই পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ক্রেন দিয়ে ভাঙ্গার কাজ শুরু করে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে বোয়ালমারী থানার এস.আই. আব্দুস সবুরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরে বাধা দেয়।
এতে পুলিশের উপর চড়াও হয় বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ‘দালাল, দালাল; আওয়ামী লীগের দালাল’ স্লোগান দিতে শুরু করে বিক্ষুব্ধরা। পিছু হটে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের আমলে উপজেলা সদরের প্রাণ কেন্দ্র চৌরাস্তায় ‘তিনকোনা’ চত্বরে শেখ মুজিবুর রহমানের ছবি ও আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ সম্বলিত স্তম্ভটি নির্মাণ হয়।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান চৌধুরী বিটিসি নিউজকে বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে বোয়ালমারী থানার ওসি মো. গোলাম রসুল কোনো মন্তব্য করতে রাজি হননি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.