ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনজুরুল ইসলামকে হত্যাচেষ্টার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও শিক্ষকরা।
সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। আগামী দুদিনের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
জানা যায়,সোমবার সকাল ১০টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুজিব সড়ক হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে জনতা ব্যাংকের মোড় ও হাসিবুল হাসান লাবলু মিয়া সড়ক অবরোধ করে সড়কে বসে পড়ে শিক্ষার্থীরা। এ সময় তারা হামলাকারীদের গ্রেফতার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। পরে জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ সময় বক্তারা বলেন, ঘটনার ৫দিন পার হলেও পুলিশ হামলাকারীকে গ্রেফতার করতে পারেনি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে মোটরসাইকেল নিয়ে দুই যুবক অধ্যক্ষর ওপর হামলা চালায়। শিক্ষক সমাজ নিরাপত্তাহীনতায় ভুগছে। আগামী দুদিনের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে বলে জানান তারা।
এর আগে গত ১৫ জানুয়ারি অধ্যক্ষ মনজুরুল ইসলাম তার বাসভবন থেকে এশার নামাজ পড়তে বের হন। এ সময় কলেজটির সামনের রাস্তায় পৌঁছালে একটি মোটরসাইকেল থেকে লোহার রড দিয়ে অতর্কিতভাবে তার মাথায় আঘাত করা হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যান। আহত অধ্যক্ষকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতিমধ্যেই হামলাকারীদের গ্রেফতারে একাধিক টিম অভিযান চালাচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
অধ্যক্ষর ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেন, ‘একজন শিক্ষকের ওপর হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যেই হামলাকারীদের গ্রেফতার করতে পারবে পুলিশ।’
Comments are closed, but trackbacks and pingbacks are open.