প্রেসিডেন্ট’স স্কাউট ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ: দেশের সকল দূর্যোগ মুহুর্তে মানুষের পাশে দাঁড়িয়েছে স্কাউট সদস্যরা – জেলা প্রশাসক

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: দেশের যে কোন দূর্যোগ মুহুর্তে স্কাউট সদস্যরা মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের প্রয়োজনে কাজ করেছে। কিছুদিন আগেও আমরা দেখেছি, ট্রাফিক ব্যবস্থা যখন নাজুক ছিলো, তখন স্কাউট সদস্যরা দ্বায়িত্ব পালন করেছে। দেশের ট্রাফিক ব্যবস্থা যখন একদম ভেঙ্গে পড়েছিলো, তখন স্কাউটরাই রোদ বৃষ্টি মাথায় নিয়ে মাঠে নেমে কাজ করেছে। যথাসম্ভব সেবা দিয়েছে। বিশেষ করে প্রাকৃতিক দূর্যোগে স্কাউট সদস্যরা জীবনের ঝুকি নিয়েও কাজ করে থাকেন।
বুধবার সকালে জেলা স্কাউটস এর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট’স স্কাউট ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও মেডেল বিতরন অনুষ্ঠানে এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জের সভাপতি মোঃ আব্দুস সামাদ।
তিনি আরও বলেন, একজন মানুষকে পরিপূর্ন মানুষ হিসাবে গড়ে তোলার জন্য স্কাউট খুবই প্রয়োজনীয়। স্কাউটরা কল্যানের জন্য কাজ করে। নিজেদের দায়িত্বেই মানুষের পাশে দাঁড়ায়।
আগামীতে স্কাউট সদস্যরা আরও কাজ করবে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক। বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জের কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ স্কাউটসের সম্পাদক গোলাম রশিদ।
অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জের কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, একজন মানুষকে পরিপূর্ন মানুষ হিসাবে গড়ে তোলার বীজ স্কাউট আন্দোলনের মধ্যে আছে। অনেকেই বলে নিজের খেয়ে বনের মোষ তাঁড়ানো, আমি মনে করি স্কাউটিং একটি কল্যানকর কাজ।
এবছর চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রেসিডেন্ট’স স্কাউট, শাপলা কাব অ্যাওয়ার্ডসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৩৪জনকে সনদ ও মেডেল প্রদান করা হয়।
এসময় সহকারী কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজেস্ট্রেট মোঃ সাব্বির আহমেদ রোবেল, জেলা স্কাউটস এর কোষাধ্যক্ষ আসলাম কবীর, ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার মুহা. তৌফিকুল ইসলাম, সহকারী কমিশনার মোঃ রফিকুল ইসলাম, মোঃ আসরাফুল আম্বিয়া সাগর, মোঃ মারাফ‚ল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট শিক্ষক ও স্কাউটরা উপস্থিত ছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.