প্রার্থীদের হলফনামায় নজর রাখছে দুদক

বিশেষ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথীদের দেওয়া হলফনামার তথ্য যাচাই করে যাদের অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি পাচ্ছে তাদের বিষয়ে নজর রাখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন এসব কথা বলেন।
দুদক সচিব বলেন, যাদের হলফনামায় অস্বাভাবিক সম্পদের তথ্য পাওয়া যাবে তাদের বিরুদ্ধে অনুসন্ধান করা হবে। ক্ষমতাসীন বা বিরোধী কাউকেই ছাড় দেওয়া বা চয়েজ করার অবকাশ নেই দুদকের। কমিশন আইন মোতাবেক যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নেবে।
তিনি বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুদক আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শিল্পকলার জাতীয় নাট্যশালায় কমিশনের কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.