নিজস্ব প্রতিবেদক: জেলা প্রশাসক শামীম আহমেদ বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে চরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকা ঝুঁকিপূর্ণ। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় এই অঞ্চলের মানুষের নিকট গাছের প্রয়োজনীয়তা অধিক। এক্ষেত্রে চরাঞ্চলে বনায়ন গড়ে তোলা যেমন জরুরি তেমনি তা রক্ষা করাও গুরুত্বপূর্ণ।
সেই লক্ষ্যে সকল ধরনের দুর্যোগ থেকে রক্ষা পেতে এবং জীবন ব্যবস্থা রক্ষায় বনায়ন কার্যক্রমের কোনো বিকল্প নেই। তাই সামাজিক বন বিভাগ রাজশাহীর মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় পদ্মার চরে ১ লাখ ২৫ হাজার ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হবে।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে পদ্মার চরে ‘বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্প’ এর আওতায় বনায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন তিনি।
অনুষ্ঠানে সামাজিক বন বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, জেলা প্রশাসকের একান্ত সচিব সাকিব হাছান খাঁন প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধিমো.মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.