বিটিসি বিনোদন ডেস্ক: নাটকের জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি। শোবিজে পথচলা শুরু হয়েছিল মডেলিংয়ের মাধ্যমে। ক্যারিয়ারের শুরুতেই সিনেমাতেও নাম লিখিয়েছিলেন তিনি। তবে সেখানে সাফল্যের দেখা পাননি এ সুন্দরী। তাতে কী? হালের নাটকে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে রয়েছেন তানিয়া বৃষ্টি।
অবশ্য নাটকে সাফল্যে লাভের আগে প্রবাসী প্রযোজক সাব্বির চৌধুরীর সঙ্গে বিয়ে হয়েছিল তার। তবে নানা টানাপড়েনে সেই বিয়ে টেকেনি।
অন্দরমহলের খবর এবার অভিনেতা আরশ খানের প্রেমে মজেছেন তানিয়া বৃষ্টি। কেউ বলছেন, দুজনে লিভইন রিলেশনে রয়েছেন। কেউবা বলছেন, আরশ-তানিয়া বিয়েও না কি সেরে ফেলেছেন।
গুঞ্জন অনেকটা উসকে দিচ্ছে, একের পর এক দুজনের জুটি বেঁধে অভিনয় করা নিয়েও। শুধু তাই না, সোশ্যাল মিডিয়ায়তেও একে অপরের দৃশ্যমান মন্তব্য নেটিজেনদের নজর কাড়ছে।
আরশের সঙ্গে সঙ্গে তানিয়ার সম্পর্কটা কী? এমন প্রশ্ন করলে অভিনেত্রী বলেন, আমার এই ব্যক্তিগত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। একথা বলেই ফোন কেটে দেন তানিয়া।
প্রশ্ন হলো প্রেম, ভালোবাসা, বিয়ে পবিত্র সম্পর্ক। এটি নিয়ে স্পষ্ট জবাব দিতে ভিট খ্যাত সুন্দরীর আপত্তি কোথায়? তবে সত্য কখনও চাপা থাকে না। তানিয়া চুপ থাকলেও সত্য একদিন প্রকাশ্যে আসবেই। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.