প্রয়াত ক্রিকেট আম্পায়ার শাকিলের স্বরনসভা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক: প্রয়াত ক্রিকেট আম্পায়ার শাহ শাকিল উদ্দীন আহমেদ এর স্বরনভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ আসর বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার এন্ড স্কোরার এসোসিয়েশন রাজশাহী শাখার উদ্দ্যোগে এই স্বরনসভা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্টিত হয়।
এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ সাদেকুল ইসলাম ববি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ইমতিয়াজ আহম্মেদ শামসুল হুদা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবু।
এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যাচ রেফারী ও রাজশাহী জেলা শাখার বিসিইউ এন্ড এসএ সদস্য মোঃ মিজানুর রহমান মিজান, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানসহ বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার এন্ড স্কোরার এসোসিয়েশন রাজশাহী শাখার অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। স্বরন সভায় দোয়া পরিচালনা করেন মৌওলানা আজিজুর রহমান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.