বিশেষ (ঢাকা) প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠক চলছে। আজ শনিবার রাত সাগে ৮টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।
প্রতিনিধিদলে আরও আছেন, দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
জামায়াতের পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এর আগে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়। আজ রাত সাড়ে ৭টার দিকে এ বৈঠক শুরু হয়েছিল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বৈঠকে আরও অংশ নেন দলটির স্থায়ী কমিটির আরও তিন সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: আমিনুল ইসলাম শিকদার। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.