প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি হাতে যেসব মন্ত্রণালয় থাকছে
ঢাকা প্রতিনিধি: আগামীকাল রবিবার টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ও নিজের অধীনে রেখেছেন।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাওয়া তালিকা অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে রেখেছেন মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
জানা গেছে, নতুন মন্ত্রিসভার আকার হচ্ছে ৪৬ সদস্য বিশিষ্ট। এর মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হচ্ছেন ৩ জন।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.