প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাটোরের চারটি প্রকল্পের উদ্বোধন করেন

 

নাটোর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে নাটোর জেলার চারটি প্রকল্পের উদ্বোধন করেছেন। আজ বৃহস্পতিবার তিনি গণভবন থেকে দেশের ৫৬টি জেলায় ২০টি মন্ত্রণালয়ের ছোট-বড় মিলিয়ে মোট তিনশ’ ২১টি প্রকল্পের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এ আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নাটোর জেলা সদরে নবনির্মিত টেক্সটাইল ইন্সটিটিউট, বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় একটি ফায়ার সার্ভিস স্টেশন, নাটোর সদর, নলডাঙ্গা ও গুরুদাসপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন এবং জেলার সব’কটি ইউনিয়নে দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট ব্যবস্থার উদ্বোধন করেন।

এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, মোঃ শফিকুল ইসলাম শিমুল এমপি, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, নাটোরের জেলা প্রশাসক মুহম্মদ গোলামুর রহমান, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, নাটোরের সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুল ইসলাম, নাটোর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শহরের গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসব প্রকল্প আনুষ্ঠানিক উদ্বোধের পর জেলা প্রশাসকের অফিস চত্বর থেকে একটি আনন্দ শেভাযাত্রা বের করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি মো: নাসিম উদ্দীন নাসিম।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.