প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় আদমদীঘিতে ছাত্রলীগের বিক্ষোভ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিএনপি ও ছাত্রদলের শিষ্টাচার বর্হিভুত বক্তব্য ও দেশে নৈরাজ্য সৃষ্ঠির অপচেষ্টার প্রতিবাদে আদমদীঘি উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার বিকেলে আদমদীঘি সদর আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। পরে উপজেলা ছাত্রলীগ নেতা আরেফিন খান তনুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন. উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ আহমেদ চন্দন, কৃষক লীগের সভাপতি আব্দুল্লাহ হামিম বাবু ফাহাদ প্রমূখ নেতৃবর্গ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.