প্রথম বিদেশ সফরে সৌদি আরব গেলেন আল-শারা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: প্রথম বিদেশ সফরে রোববার (২ ফেব্রুয়ারি) সৌদি আরবে পৌঁছেছেন সিরিয়ার অন্তর্বতী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এ সময় রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে তাকে স্বাগত জানান রিয়াদের ডেপুটি গর্ভনর।
দুই দিনের এ সফরে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশটির সঙ্গে সর্ম্পক জোরদারের প্রত্যাশা করছেন আল-শারা।
আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, বিদ্রোহীরা বাশার আল-আসাদের সরকারকে উৎখাতের পর গত সপ্তাহে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয় আহেমদ আল-শারা। প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর আল-শারা সিরিয়ায় অর্ন্তবর্তীকালীন আইন পরিষধ গঠন করেছেন। নতুন সংবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত এই আইন পরিষধ কার্যকর থাকবে।
দায়ত্ব নেওয়ার পর সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান আহমেদ আল-শারাকে অভিনন্দন জানান।
এর আগে আল আরাবিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-শারা বলেন, সিরিয়ার পূর্ণগঠনে ভবিষ্যতে সৌদি আরবের বড় ভূমিকা থাকবে। তিনি মূলত এর মাধ্যমে বড় বিনিয়োগ সুবিধার কথা বলেছেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.