বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: প্রথম বিদেশ সফরে রোববার (২ ফেব্রুয়ারি) সৌদি আরবে পৌঁছেছেন সিরিয়ার অন্তর্বতী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এ সময় রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে তাকে স্বাগত জানান রিয়াদের ডেপুটি গর্ভনর।
দুই দিনের এ সফরে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশটির সঙ্গে সর্ম্পক জোরদারের প্রত্যাশা করছেন আল-শারা।
আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, বিদ্রোহীরা বাশার আল-আসাদের সরকারকে উৎখাতের পর গত সপ্তাহে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয় আহেমদ আল-শারা। প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর আল-শারা সিরিয়ায় অর্ন্তবর্তীকালীন আইন পরিষধ গঠন করেছেন। নতুন সংবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত এই আইন পরিষধ কার্যকর থাকবে।
দায়ত্ব নেওয়ার পর সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান আহমেদ আল-শারাকে অভিনন্দন জানান।
এর আগে আল আরাবিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-শারা বলেন, সিরিয়ার পূর্ণগঠনে ভবিষ্যতে সৌদি আরবের বড় ভূমিকা থাকবে। তিনি মূলত এর মাধ্যমে বড় বিনিয়োগ সুবিধার কথা বলেছেন।
এর মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান দামেস্ক সফরে গিয়ে আসাদ সরকারের সময় সিরিয়ার ওপর আরোপিত আর্ন্তজাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে দেশটিকে সহায়তা করবে বলে জানান। প্রেসিডেন্ট শারার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্রিন্স ফয়সাল জানান, ইতোমধ্যে তারা এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা করছেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.